নিজস্ব প্রতিবেদক : শিশু আদনান নির্যাতনের প্রতিবাদে ও নির্যাতনকারীর বিচার দাবিতে রাজশাহী মহানগরীতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে নগরীর নওদাপাড়ায় ওই শিশুর পরিবার ও এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে জানানো হয়, গত ১১ ডিসেম্বর দুপুর আনুমানিক আড়াইটার দিকে আব্দুল্লাহ আল মামুন মুর্ত্তুজা নগরীর শাহমখদুম থানার
ডাঙ্গিপাড়া এলাকার নজরুলের বাড়িতে গিয়ে কলিংবেল চাপলে নজরুলের ছেলে আদনান বের হলে তাকে পূর্ব শত্রতার জের ধরে জোরে কানের উপর আঘাত করে। এতে সে মাটিতে পড়ে গেলে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে শাহমখদুম থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। মানববন্ধন থেকে শিশু অদনানের স্বজন ও স্থানীয়রা মামুনের কঠোর শাস্তির দাবি করেন।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০