রাজশাহী মহানগরীতে শিশুকে শ্লীলতাহানির অভিযোগে শ্রম অধিদফতরের উপ-পরিচালক মনিরুল আলম ওরফে বরিককে গ্রেফতার করেছে পুলিশ। মনিরুল রাজশাহীতেই কর্মরত ছিলেন।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, সোমবার (৯ আগস্ট) সকালে আট বছরের ওই শিশুটি পুকুরে গোসল করতে যায়। সেখানে আগে থেকেই অবস্থান করছিলো মনিরুল আলম। মেয়েটি সাঁতার কাটতে গেলে মনিরুল পানির মধ্যে তার শ্লীলতাহানি করে।
শিশুটি বাড়ি গিয়ে ঘটনাটি বললে তার মা প্রতিবাদ জানাতে মনিরুলের বাসায় যান। সেখানে বাকবিতন্ডা হলে এলাকার মানুষ বিষয়টি জানতে পেরে মনিরুলের বাসা ঘিরে রেখে পুলিশে খবর দেয়। রাজপাড়া থানা পুলিশ গিয়ে মনিরুলকে হেফাজতে নেয়। ওসি মাজহারুল ইসলাম জানিয়েছেন, সোমবার বিকেলে ওই শিশুর মা বাদি হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে। সন্ধ্যায় পুলিশ মনিরুল আলমকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০