উয়েফা নেশন্স লিগের ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন।
রোববার (১০ অক্টোবর) মিলানের সান সিরো স্টেডিয়ামে খেলাটি শুরু রাত পৌনে একটায়। সরাসরি দেখা যাবে সনি সিক্স ও সনি টেন-টুতে।
ইতালির ৩৭ ম্যাচ অপরাজিত থাকার ধারায় ছেদ ফেলে ফাইনালে উঠে এসেছে স্পেন।
লা রোজা জার্সিতে সর্বকনিষ্ঠ খেলোয়াড় গাভিসহ তারুণ্য নির্ভর দল স্কোয়াড নিয়ে পরিকল্পনা সাজাচ্ছেন কোচ লুইস এনরিকে।
তুরুপের তাস হতে পারে ইয়েরি পিনো ও ব্রায়ান গিলও।
আর পিছিয়ে পড়েও বেলজিয়ামকে হারিয়ে শিরোপা লড়াইয়ের মঞ্চে উঠে এসেছে ফ্রান্স। কিলিয়ান এমবাপে, করিম বেনজেমা ও আঁতোয়া গ্রিজম্যানের সমন্বয়ে নজরকাড়া আক্রমণ ভাগ ফ্রেঞ্চদেল।
পগবা-কন্তেদের অভিজ্ঞতা মাথায় রেখে কৌশল আঁটছেন কোচ দিদিয়ের দেশম।
এদিকে নেশন্স লিগের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইউরো চ্যাম্পিয়ন ইতালির মুখোমুখি হবে বেলজিয়াম।
বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় শুরু হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স ও সনি টেন-টু।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০