খবর২৪ঘন্টা স্পোর্টস ডেস্ক: ছয় ম্যাচ আগে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নির্ধারিত হয়ে গেলেও লিভারপুলের হাতে প্রিমিয়ার লিগের শিরোপা তুলে দেওয়া হলো বুধবার। চেলসি ম্যাচের পর পেল দলটির কিংবদন্তি কেনি ডালগ্লিস উত্তরসূরিদের হাতে শিরোপা তুলে দেন।
বুধবার রাতে আট গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচে ৫-৩ ব্যবধানে চেলসিকে হারিয়েছে তিন দশকের অপেক্ষা ঘুচিয়ে শিরোপা জেতা লিভারপুল। শিরোপা উদযাপনেও তাই হতাশার ছাপ পড়েনি লিভারপুলের।
রেকর্ড সাত ম্যাচ হাতে রেখে লিগ শিরোপা অনেক আগে নিশ্চিত হলেও ট্রফিটি এতদিন বুঝে পায়নি লিভারপুল। চেলসি ম্যাচের পর পেল।
অ্যানফিল্ডে প্রথমার্ধেই নিজেদের প্রভাব বিস্তার করে ফেলে অলরেডরা। ২৩ মিনিটে কেইটার গোলের পর ৩৮ মিনিটে অ্যালেক্সান্ডার আর্নল্ড আর ৪৩ মিনিটে ভেইনালডামের গোলে ৩-০ তে এগিয়ে যায় লিভারপুল।
অতিরিক্ত সময়ে অলিভার জিরু এক গোল শোধ করলে ৩-১ এর স্কোর লাইন নিয়ে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে ফিরমিনোর গোলে ৪-১ ব্যবধানে এগিয়ে যায় ক্লপ শিষ্যরা। অবশ্য আব্রাহাম আর পিলিসিচের গোলে ম্যাচে ফিরে আসে চেলসি।
ম্যাচের ৮৪ মিনিটে চেম্বারলেইনের গোলে ৫-৩ গোলের বড় জয় নিশ্চিত হয় স্বাগতিকদের। ম্যাচ শেষে শিরোপা তুলে দেয়া হয় ইপিএলের এবারের চ্যাম্পিয়নদের।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০