খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: নিদাহাস ট্রফির ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে এই শিরোপার লড়াই। শিরোপা নির্ধারণী ম্যাচে টসভাগ্য ভালো হল না সাকিবের। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
২০ ওভারের ক্রিকেটে এই পর্যন্ত সাতবার ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তবে একটিবারও জেতার সুযোগ হয়নি টাইগারদের। তাই হাইভোল্টেজ নিদাহাস ট্রফির ফাইনালে অষ্টম মুখোমুখিতে জয় তুলে নিতে মরিয়া বাংলাদেশ।
এর আগে চারবার ফাইনাল খেলে একবারও শিরোপা জেতা হয়নি বাংলাদেশের। আজ পঞ্চমবারের মতো যেকোনো ফরম্যাট, যেকোনো টুর্নামেন্টের ফাইনালে নামছে বাংলাদেশ।
একাদশে কোন পরিবর্তন ছাড়াই আজ মাঠে নামছে বাংলাদেশ।
বাংলাদেশ দল:
সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান মিরাজ।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০