চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গলায় ওড়না পেচানো অবস্থায় এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই ছাত্রী উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের রশিক নগর-শিরোটোলা গ্রামের কবির হোসেনের মেয়ে ও চন্ডীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯বম শ্রেণির ছাত্রী মোসাঃ শ্যামলী খাতুন । নিহত শ্যামলীর মা আলেয়া বেগম জানান,আমার দুই মেয়ে ও আমার গলায় স্বর্নের মালা ছিল। এ ছাড়া দুই মেয়ে পায়ে নূপুর ছিল সেগুলো খুলে নিয়ে গেছে হত্যাকারিরা। এছাড়া বড় মেয়ে এখনো সংজ্ঞাহীন অবস্থায় রয়েছে। তবে বাড়ীর অণ্যাণ্য মালামাল সব কিছুই ঠিক ঠাক রয়েছে।
শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম জানান,নিজ বাড়ীর একটি ঘরে শ্যামলী তার মা ও বোন ঘুমিয়ে ছিল। সকালে স্থানীয়রা দেখতে পাই বাড়ীর মূল দরজাসহ খোলা রয়েছে এবং আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। এক পর্যায়ে বাড়ীর অন্য একটি ঘরে বিছানের উপর শ্যামলীর গলায় ওড়না পেচানো মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা । পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে। তবে কি কারনে শ্যামলী মারা গেছে তার সঠিক কারন জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০