চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়েছে পুলিশ। শনিবার সকালে সীমান্তবর্তী জমিনপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় আদালতের নির্দেশে তিন মাদক ব্যবসায়ীর বাড়ীর সমস্ত মালামাল জব্দ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার জানান,সদর সার্কেল মো.ইকবাল হোসেন জানান,জমিনপুর এলাকার মাদক মামলার তিন আসামী মামলত আলীর ছেলে গামা,কাসিমুদ্দিনের
আলাউদ্দীন ও এরফান আলীর আবু ডিলার দীর্ঘদিন পলাতক থাকায় বাড়ীর সমস্ত মালামাল জব্দের আদেশ দেন আদালত। আদেশ অনুযায়ী তাদের বাড়ী হতে সমস্ত মালামাল জব্দ করা হয়। এসময় শিবগঞ্জ থানার ওসি তদন্ত মাহতাব উদ্দীন,বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.এনামুল হক ও স্থানীয় ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা.কম/জন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০