চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উজিরপুর আদর্শ কলেজে নতুন স্থাপন করা একটি টিউবওয়েল হতে বুদ বুদ করে বের হচ্ছে গ্যাস। আর সে গ্যাসে ম্যাচের কাঠি দিয়ে আগুন লাগালে দাউ দাউ করে জলে উঠছে। শুক্রবার টিউবওয়েল টি স্থাপনের পর হতে এই চিত্র দেখা গেছে।
জানাগেছে,উজিরপুর আদর্শ কলেজে শুক্রবার টিউবওয়েল স্থাপনের জন্য ১১০ মিটার পাইপ পুতা হয়। সেই পাইপের পাশ দিয়ে বের হতে শুরু করে গ্যাস। স্থানীয় বাসিন্দা মো.দুরুল হোদা বিষয়টি প্রথমে দেখতে পেয়ে আগুন লাগিয়ে পরিক্ষা করে । শনিবার সকালে খবরটি ছড়িয়ে পড়লে উৎসুক জনতা দেখার জন্য ভিড় করে। এ বিষয়ে জানতে চাইলে উজিরপুর আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.আবদুল করিম বিষয়টি নিশ্চিত করে জানান,শুক্রবার টিউবওয়েল স্থাপনের পর হতেই গ্যাস বের হচ্ছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০