নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ হাকিম (২৬) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। র্যাবের হাতে আটক ব্যক্তি শিবগঞ্জ উপজেলার কানসাট বহলবাড়ি এলাকার বেলালের ছেলে।
র্যাব জানায়, র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, শিবগঞ্জের ধোবড়া এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে ব্যবসায়ী অবস্থান করছে।
বিষয়টি জানার পরে র্যাবের একটি অভিযানিক দল স্কোয়াড্রন লীডার সাইদ আব্দুল্লাহর নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে দুটি বিদেশী পিস্তল, ৬ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগজিন সহ আটক করে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আরো জানানো হয়।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০