নিজস্ব প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুটি বিদেশী পিস্তলসহ মজিবুর রহমান (৩২) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটক অস্ত্র ব্যবসায়ী শিবগঞ্জ থানার কয়লাবাড়ি গ্রামের ফজলুর রহমানের ছেলে। গতকাল সোমবার সকাল ৬টায় তাকে আটক করা হয়। র্যাব জানায়, সোমবার সকাল ৬টার দিকে র্যাব-৫, রাজশাহী এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শিবগঞ্জ থানাধীন কয়লাবাড়ী হতে চাকপাড়া গামী পাকা রাস্তার উপর
পশ্চিমে জনৈক সাত্তারের আমবাগানের সামনে অবস্থান নেয়। সেখানে কিছু লোকের গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাব তাদেরকে চ্যালেঞ্জ করে শীর্ষ অস্ত্র ব্যবসায়ী মজিবুর রহমানকে দুটি বিদেশী পিস্তল, ওয়ান শুটার গান ১টি, পিস্তলের ম্যাগাজিন ৩টিস ও পিস্তলের গুলি ১৬ রাউন্ডসহ আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০