চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রাণীবাড়ি চাঁদপুর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৫ মামলার আসামি লালচাঁন (২৬) কে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি হল- উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের পলাশবাড়ির মৃত গিয়াস উদ্দিনের ছেলে। শিবগঞ্জ থানার এসআই জুলহাস মৃধা জানান, রাণিবাড়ি চাঁদপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে বুধবার (৩ অক্টোবর) দুপুরে লালচাঁনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় অস্ত্র ও ডাকাতির ৫টি মামলা রয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০