চাঁপাই ব্যুরো: শিবগঞ্জ উপজেলার শ্যামপুরের একিউ চৌধুরী নারী কল্যাণ শিক্ষালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন, এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীনদের বরণ, অভিভাবক ও সুধী সমাবেশ হয়েছে।
রোববার সকালে শিক্ষালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আফতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম রাব্বানী।
প্রধান অতিথি এমপি গোলাম রাব্বানী বলেন, এমপি নির্বাচিত হওয়ার পর কানসাট ইউনিয়নসহ শিবগঞ্জ উপজেলার অধিকাংশ ইউনিয়নকে ঢেলে সাজিয়েছি। যা এর আগের শাসন আমলের কোন এমপি করতে পারেনি। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে শিবগঞ্জ উপজেলার জনসাধারণের সেবা ও এলাকা উন্নয়নের জন্য মনোনয়ন দিয়েছিলেন। তিনি আমাকে এই সব উন্নয়নের কাজ করার সুযোগ করে দিয়েছেন। আগামীতেও আশা করছি তিনি আমাকে সুযোগ দিবেন। গোলাম রাব্বানী এমপি আগামী একাদশ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দেয়ার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি একিউ চৌধুরী নারী কল্যাণ শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বেগম নিলুফা চৌধুরী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ডেপুটি রেজিষ্টার বীরমুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন সরকার (বাদল)।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুদ্দিন আহম্মেদ, আতিকুল ইসলাম ডিউক চৌধুরী, দাইপুখুরিয়া ইউনিয়ন শাখা আওয়ামীলীগের সভাপতি এ.কে.এম আজমল হক বাদশা, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন পূর্ণিমা সাহা ও লিতুনজা সহ অন্যরা।
এসময় উপস্থিত ছিলেন শ্যামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু মুসা চৌধুরী, চককীর্ত্তি ইউনিয়ন শাখা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ পাভেল, মোবারকপুর ইউনিয়ন শাখা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, শ্যামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ আব্দুল হান্নান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এমপি গোলাম রাব্বানী, একিউচৌধুরী নারী কল্যাণ শিক্ষালয়,মসজিদ ভৌত অবকাঠামো উন্নয়নের জন্য আর্থিক অনুদান ঘোষণা করেন এবং একটি ৪তলা একাডেমিক ভবনসহ শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্টার আশ্বাস দেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০