রাজশাহী মহানগরীর কুমারপাড়ায় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা মায়া ঘোষ হত্যার ঘটনায় ঘাতক রাজমিস্ত্রি কে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ভোররাতে নগরীর বড়কুঠি এলাকা থেকে তাকে গ্রফতার করা হয়। গ্রেফতারকৃত মিলন শেখ নগরীর বড়কুঠি ক্যাম্প এলাকার কালু শেখের ছেলে। বোয়ালিয়া থানা পুলিশ জানায়, নি:সন্তান মায়া রানী বাড়ীতে একা থাকতেন। মঙ্গলবার দুপুরের দিকে বাড়ী ভাড়া নেয়ার কথা বলে ঘাতক রাজমিস্ত্রী ওই বাড়ীতে প্রবেশ করে। এরপর গলায় ঊড়না পেচিয়ে তাকে হত্যা
করে স্বর্ণের চেন, কানের দুল ও মোবাইল ফোন নিয়ে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে নিহতর পালিত কন্যা বাড়ী ফিরে তার মাকে মৃত অবস্থায় শয়নকক্ষের মেঝেতে পড়ে থাকতে দেখে। সংবাদ পেয়ে পুলিশ ও সিআইডি পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করে।
এঘটনায় নিহতর ভাই দেবাশিষ ঘোষ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। উপ পুলিশ কমিশনার মজিদ আলী জানান, পুলিশ গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তি বিশ্লেষন করে ২৪ ঘণ্টার মধ্যই ক্লুলেস এই হত্যাকাণ্ডের আসামী সনাক্ত ও গ্রফতার করে। হত্যাকারী মিলনের কাছ থেকে স্বর্ণের চেন ও কানের দুল উদ্ধার করা হয়। পুলিশের কাছে ঘাতক মিলন শেখ স্বীকার করেছে স্বর্ণলঙ্কার ও মোবাইলের জন্য মায়া ঘোষকে হত্যা করে।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০