নিজস্ব প্রতিবেদক :
নাটোরের পাটুল বিলে নৌকা ভ্রমণের সময় পানিতে পড়ে যাওয়া সহকর্মীকে শিক্ষিকা প্রাপ্তি সাহাকে বাঁচাতে গিয়ে মোখলেছুর রহমান পলাশ নামের রাজশাহী নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক নিখোঁজ হয়েছেন। তিনি ইউনিভার্সিটির বিজনেস স্ট্যাডিজ বিভাগের প্রভাষক। শনিবার দুপুরে পাটুল বিলে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শনিবার দুপুরে শিক্ষক পলাশ ও শিক্ষিকা প্রাপ্তি সাহাসহ ৭জন শিক্ষক নাটোরের পাটুল বিলে নৌকা ভ্রমণে যান। কিছুক্ষণ পর শিক্ষিকা প্রাপ্তি সাহা নৌকা থেকে পানিতে পড়ে যায়। এ সময় ওই শিক্ষিকা বাঁচাতে সঙ্গে সঙ্গে শিক্ষক মোখলেছুর পানিতে
লাফ দেন। দীর্ঘ সময় চেষ্টার পর শিক্ষিকা উদ্ধার হলেও শিক্ষক পলাশকে উদ্ধার করা সম্ভব হয়নি। শনিবার রাত সোয়া ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই নিখোঁজ শিক্ষককে উদ্ধার করা যায়নি বলে খবর পাওয়া গেছে। খবর পেয়েই ঘটনাস্থলে যান বিশ্ববিদ্যালয়ের উপচার্য ও উপ-উপাচার্য। রাজশাহী ফায়ার সার্ভিস জানায়, নিখোঁজ শিক্ষককে উদ্ধার ডুবুরি দল কাজ করছে। উদ্ধার অভিযান চলছে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০