খবর২৪ঘণ্টা ডেস্ক: শিক্ষা ছাড়া একটা জাতি মাথা তুলে দাঁড়াতে পারে না। এখানে প্রবাসী যারা আছেন তাদের নিজের এলাকার ছেলেমেয়েদের জন্য শিক্ষার ব্যবস্থা করে দেওয়া প্রবাসীদের দায়িত্ব। নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে ইউনিসিফের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা স্কুলে ছেলেমেয়েদের শতভাগ উপস্থিতি করার জন্য টিফিনের ব্যবস্থা করছি। প্রত্যেকটি স্কুলে শতভাগ উপস্থিতি রাখার জন্য আমরা স্কুলে টিফিনের ব্যবস্থা রাখার পরিকল্পনা করছি।
প্রবাসীদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, আপনার যে যে স্কুল থেকে পড়াশুনা করে আসছেন সেই স্কুলের আপনারা খোঁজ নিবেন। কোন স্কুলে কী সমস্যা সেটা আপনারা খোঁজ নিয়ে সহযোগিতা করতে পারেন। দেশের ছেলেমেয়েদের জন্য আপনারা কাজ করবেন। দেশের হয়ে কাজ করছি আমি। তাই আজকে আমি সম্মান পাচ্ছি সেই সম্মানটা আমার একার নয়, এই সম্মান দেশের প্রতিটা মানুষের।
খবর২৪ঘণ্টা, এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০