নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে ক্লাস ফাঁকি দিয়ে শিমলা পার্কে আড্ডা দেওয়া ১০ শিক্ষার্থীকে আটক করে পরে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ক্লাস চলার সময় কিছু শিক্ষার্থী স্কুল ও কলেজ ফাঁকি দিয়ে নগরীর বিভিন্ন পার্কে এসে আড্ডা দিচ্ছে। এমন অভিযোগ কিছু দিন হলো রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান কাছে আসতে থাকে।
এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৫ নভেম্বর) ২০২৪ খ্রিস্টাব্দ দুপুর ১২ টায় আরএমপি'র পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি টিম নগরীর শিমলা পার্ক হতে ইনিফর্ম পরিহিত অবস্থায় ১০ শিক্ষার্থীকে আটক করে আরএমপি সদর দপ্তর ডিবি কার্যালয়ে নিয়ে আসে।
পরবর্তীতে আটক শিক্ষার্থীদের সচেতন হওয়া এবং এর কুফল সম্পর্কে ধারণা দিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
বিএ..
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০