বাগমারা প্রতিনিধি:
শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য বাগমারার ঐতিহ্যবাহী প্রাচীনতম তাহেরপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মুহাঃ তোফাজ্জল হোসেনকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গোল্ডেন এ্যাওয়ার্ড-২০১৯ প্রদান করা হয়েছে। তাহেরপুর কলেজ সূত্রে জানা গেছে, শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গোল্ডেন এ্যাওয়ার্ড ২০১৯ প্রদান উপলক্ষ্যে গত ২৪ মে ঢাকার বাগিচা চাইনিজ রেস্টুরেন্টে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে হাই কোর্টের অপীল বিভাগের বিচারপতি শিকদার মকবুল হক অধ্যক্ষ মুহাঃ তোফাজ্জল হোসেনের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। এদিকে বিরল এই পুরস্কারে ভুষিত হওয়ায় তাহেরপুর কলেজ পরিবার ও পৌরবাসী অধ্যক্ষকে অভিনন্দন
জানিয়েছেন। এ উপলক্ষ্যে গতকাল রবিবার সকালে কলেজ মিলনায়তনে কলেজের শিক্ষক কর্মচারীর পক্ষে অধ্যক্ষকে সংবর্ধনা প্রদান করা হয়। কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক সত্যজিৎ রায় তোতার সভাপতিত্বে সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কলেজ শিক্ষক সমিতির সাধারন সম্পাদক সোহেল রানা, প্রভাষক মাসুদ কবীর, সাবেক ব্যাংকার আব্দুস সাত্তার প্রাং, পৌর কৃষক লীগের সম্পাদক নূর মোহাম্মাদ নুরু, প্রভাষক মাহাবুর রহমান মধু, প্রধান অফিস সহকারি আফজাল হোসেন সহ সকল শিক্ষক কর্মচারী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উৃপস্থিত ছিলেন।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০