নাটোর প্রতিনিধি: ২০১৮ সালে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ন ৩৭ হাজার আদেনকারিকে প্যানেলের মাধ্যমে নিয়োগের দাবিতে নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টার দিকে শহরের কানাইখালী পুরাতন বাস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন,দেশে বর্তমানে ৪০ হাজার প্রাথমিক শিক্ষকের পদ শূন্য রয়েছে। অথচ ৩৭ হাজার সহকারি শিক্ষক পদ প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ন হয়ে অপেক্ষায় রয়েছে।২০১২ থেকে ২০১৪ সালের মত প্যানেল ঘোষনা করে অপেক্ষমান এসব চাকরি প্রার্থীদের অবিলম্বে নিয়োগের দাবি জানানো হয়।অপেক্ষায় থেকে ইতিমধ্যেই অনেকের চাকরির বয়স শেষ হয়ে গেছে বলে অভিযোগ করেন আন্দোলনকারিরা।মানববন্ধনে বক্তব্য রাখেন,প্যানেল বাস্তবায়ন কমিটির নাটোর জেলা সভাপতি টিপু সুলতান ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান রনি।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০