শাহরুখের বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগ
মাদক মামলায় মুক্তি পেলেও শাহরুখপুত্র আরিয়ান খানকে নিয়ে এখনও সরগরম বলিউড ইন্ডাস্ট্রি।
প্রমোদতরীর মাদক-কাণ্ড নিয়ে তোলপাড় বি-টাউন। ইতোমধ্যেই তদন্তকারী অফিসার সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছিল আগেই।
এবার ঘুষ দেওয়ার অভিযোগ উঠল কিং খানের বিরুদ্ধে৷ ছেলে আরিয়ানকে বাঁচাতেই নাকি ঘুষ দিকে চেয়েছিলেন শাহরুখ। এবার পিআইএলের পক্ষ থেকে বম্বে হাইকোর্টে দাখিল হল জনস্বার্থ মামলা। যা নিয়ে শোরগোল শুরু হয়েছে। ২০ জুন এই মামলার শুনানি রয়েছে।
২০২১ সালে ২৮ অক্টোবর ক্রুজে অনুষ্ঠিত রেভ পার্টিতে গিয়েই এনসিবির হাতে ধরা পড়েছিলেন শাহরুখপুত্র আরিয়ান খান। আপাতত ড্রাগ মামলায় থেকে মুক্তি পেয়েছন তিনি। এই মামলায় তার বিরুদ্ধে প্রধান তদন্তকারী অফিসার ছিলেন সমীর ওয়াংখেড়ে। এবার মামলার চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি।
ভারতীয় গণমাধ্যম বলছে, আরিয়ানকে বাঁচাতে ৫০ লাখ রুপি ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল সমীরের বিরুদ্ধে। যার জন্য এফআইআর দায়ের হয়েছিল। সেদিন ঠিক কী ঘটেছিল, সেই সত্য জানার জন্য নারকোটিক্স বিশ্লেষণ এবং লাই ডিটেক্টর টেস্ট করতে চেয়েছিল সিবিআই। শাহরুখ ও আরিয়ানের বিরুদ্ধেও এবার বিচার চাওয়া হয়েছে।
এদিকে সিবিআইয়ের কাছে শাহরুখ ও আরিয়ানকে অভিযুক্ত হিসেবে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। পাশাপাশি মুম্বাই পুলিশের যে কর্মকর্তারা এনসিবির প্রাক্তন কর্মকর্তা সমীরকে ক্লিনচিট দিয়েছিলেন, তাদের অন্তর্ভুক্ত করার আবেদন করা হয়েছে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০