খবর২৪ঘন্টা শিক্ষা ডেস্কঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলতি ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে এ ফল ঘোষণা করা হয়। ভর্তি পরীক্ষা কমিটির সদস্যসচিব ও অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক জহীর উদ্দিন আহমদ প্রথম আলোকে ফল ঘোষণার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
মঙ্গলবার রাত ১২টার দিকে চূড়ান্ত ফলাফলে স্বাক্ষর করেন ভর্তি পরীক্ষা কমিটির সদস্যরা। পরে ফলাফলের ডেটাবেজ ওয়েবসাইটে আপলোড করা হয়। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে(www.admission.sust.edu) ভর্তি পরীক্ষার রোল নম্বর দিয়ে অনুসন্ধান (সার্চ) করলে ফল পাওয়া যাবে। এ ছাড়া SUST STATUS Roll Number লিখে ১৬২৪২ নম্বরে খুদে বার্তা (এসএমএস) পাঠালে ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।
তর্তি পরীক্ষা কমিটির সদস্যসচিব জহীর উদ্দিন আহমদ বলেন, ভর্তি শুরু করার সম্ভাব্য তারিখ ১১ নভেম্বর। পরবর্তী সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
খবর২৪ঘন্টা / সিহাব
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০