খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কেজি স্বর্ণসহ কুলদীপ সিং নামে এক ভারতীয় যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কাস্টমস হাউজ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংকক থেকে ঢাকায় আগত ওই যাত্রীকে আটক করা হয়। এসময় তার জুতা থেকে ৫০০ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
বিমানবন্দর কাস্টমস হাউজের প্রিভেনটিভ দলের সহকারী কমিশনার সাইদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় শাহজালাল বিমানবন্দরে চট্টগ্রাম থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজের আরএক্স৭৮৭ ফ্লাইটে আগত ওই যাত্রীকে অভ্যন্তরীণ চ্যানেলে আসার পর সনাক্ত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার কাছে স্বর্ণ থাকার কথা অস্বীকার করেন। পরে স্ক্যান করে এবং শরীর তল্লাশি করে তার জুতা হতে ৫০০ গ্রাম ওজনের ৪টি স্বর্ণবার উদ্ধার করা হয়।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০