নিজস্ব প্রতিবেদক :
১৯৯০ সালে গণঅভ্যুত্থানের বিজয় মিছিলে গুলিবর্ষণে নিহত রফিকুল ইসলামের দুলালের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এইচএম খায়রুজ্জামান লিটন। রাজশাহী কলেজে শহীদ দুলালের কবরে পুষ্পস্তবক অর্পন করা হয়। এ সময় তাঁর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। রাজশাহী কলেজ শাখা ছাত্রলীগের এ পুষ্পর্স্তবক অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় আরো উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ১৩ নং ওয়ার্ড
কাউন্সিলর আব্দুল মোমিন, সাত নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, সাবেক ছাত্রনেতা হবিবুর রহমান বাবু, শফিকুল ইসলাম শফিক, মহানগর বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, নাইমুল হাসান নাঈম প্রমুখ।
খবর ২৪ ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০