নিজস্ব প্রতিবেদক :
শহীদ এএইচএম কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, খেলাধূলা শরীর ও মনকে সুস্থ্য রাখে। যুব
সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে খেলাধূলার কোনো বিকল্প নেই। এজন্য পড়াশোনার পাশাপাশি খেলাধূলায় মনোযোগী আহ্বান জানান মেয়র। শহীদ এএইচএম কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল খালেক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রাফিউস শামস্ প্যাডি, যুগ্ম সম্পাদক খায়রুল আলম ফরহাদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
খবর ২৪ ঘণ্টা/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০