খবর২৪ঘণ্টা ডেস্ক: দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা ও প্রখ্যাত আলোকচিত্রী ড. শহিদুল আলমের অপরাধটা রাষ্ট্রদ্রোহিতার মতো অপরাধ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আলোকচিত্রী ড. শহিদুল আলমের অপরাধটা রাষ্ট্রদ্রোহিতার মতো অপরাধ। তাকে আইনের সমস্ত রকম ফর্মালিটিজ দেখিয়ে গ্রেফতার করা হয়েছে।’
তিনি বলেন, ‘শহিদুল আলম বিদেশি (আলজাজিরা) চ্যানেলে বাংলাদেশ সম্পর্কে নানা রকম অসত্য কথা বলেছেন। উসকানিমূলক কথা বলেছেন। সরকার পতন হয়ে যায়- এ রকম কথা বলেছেন। কাজেই এই লোককে আপনার পুলিশ জিজ্ঞাসাবাদ করবে- এটাই স্বাভাবিক।’
শহিদুল আলমকে হাসপাতালে পাঠানোর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদনের পর তিনি এসব কথা বলেন।
মাহবুবে আলম বলেন, ‘একটি নির্দিষ্ট গ্রুপের হয়ে তিনি কাজ করেছেন- এ কথা আমি আদালতে বলেছি। যে কোনো আসামিকে রিমান্ডে নেয়ার ক্ষমতা আইনে পুলিশকে দেয়া হয়েছে। এটাকে ব্যাহত করার জন্য শহিদুলের অসুস্থতার কথা বলে তাকে বিএসএমএমইউতে পাঠিয়ে দেয়া হয়েছে। যাতে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে না পারে।’
খবর২৪ঘণ্টা.কম/জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০