খবর২৪ঘণ্টা ডেস্ক: শপথ নিয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট থেকে নির্বাচিত সংসদ সদস্যরা। বৃহস্পতিবার বেলা সোয়া ১১ টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী। এরআগে ১১ টা ৫ মিনিটে জাতীয় সংসদ ভবনে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে শপথ অনুষ্ঠান শুরু হয়।
তবে, নির্বাচনে ব্যাপক অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ এনে শপথ নেননি জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত ৭ জন। তারা শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি।এর আগে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান সামনে রেখে সংসদ ভবনজুড়ে কঠোর নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলা হয়।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০