খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: রংপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে শপথ বাক্য পাঠ করান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলররাও শপথ গ্রহণ করেন।
এ সময় প্রধানমন্ত্রী নবনির্বাচিত জনপ্রতিনিধিদের রংপুর সিটির উন্নয়নে কাজ করার নির্দেশ দেন। মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, সবার সার্বিক সহযোগিতা নিয়ে সিটি কর্পোরেশনের দায়িত্ব পালন করবো।
গত ২১ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো রংপুর সিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র হিসেবে নির্বাচিত হন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ মনোনীত সাবেক মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু।
এর আগে, রংপুর সিটির প্রথম নির্বাচন হয়েছিল ২০১২ সালের ২০ ডিসেম্বর। ওই নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে জয়ী হয়েছিলেন সরফুদ্দিন আহম্মেদ ঝন্টু। তিনি এক লাখ ছয় হাজার ২৫৫ ভোট পেয়ে রংপুর সিটি কর্পোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হয়েছিলেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০