বিনোদন,ডেস্ক: সবে সবে 'ভারত'-এর শুটিং শেষ করেছেন। চলতি বছরই আবার শুরু করবেন 'দাবাং থ্রি'-র শুটিং। এসবের মাঝেই আবার শোনা যাচ্ছে, পরিচালক সঞ্জয় লীলা বনশালির সিনেমাতেও নাকি হাত দেবেন। বুঝতেই পারছেন বলিউড ভাইজান' সলমন খানের কথাই বলা হচ্ছে। কিন্তু, শত ব্যস্ততার মধ্যে এবার পাকিস্তানে চলে গেলেন সালমান খান? কি অবাক লাগছে তো শুনে?
বিষয়টি খোলসা করেই বলা যাক তাহলে। সম্প্রতি করাচির একটি বাজারে এক ব্যক্তিকে বাইক রাখতে দেখা যায়। তাঁকে দেখতে নাকি হুবহু সলমন খানের মতো। সলমন খানের মতো দেখতে ওই ব্যক্তির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরই তা হু হু করে ভাইরাল হয়ে যায়। সলমন কীভাবে করাচির বাজারে ঘুরে বেড়াচ্ছেন? আচমকা ওই ভিডিও দেখে অনেকেই অবাক হয়ে যান। পরে ভালো করে দেখলে তবেই সলমনের হুবহু নকল চেহারার ব্যক্তিকে দেখা যায়।
https://twitter.com/twitter/statuses/1086598941720887296
এদিকে পরিচালক আলি আব্বাস জাফরের সিনেমা 'ভারত'-এর সিনেমার শুটিং শেষ করে, বেশ কিছুদিন নিজের মতো করে সময় কাটাচ্ছেন সলমন খান। এই সিনেমায় 'ভাইজান'-এর বিপরীতে রয়েছেন ক্যাটরিনা কাইফ। সলমন, ক্যাটরিনার পাশাপাশি আলি আব্বাস জাফরের এই সিনেমায় দিশা পাটানি, নোরা ফতেহি এবং সুনীল গ্রোভার রয়েছেন গুরুত্বপূর্ণ ভূমিকায়। প্রসঙ্গত, সালমান খানের 'কিক'-এর সিক্যুয়েলেও নাকি এবার দিশা পাটানিকেই দেখা যাবে।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০