খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকায় একটি কারখানার লিফট ছিঁড়ে পড়ে জুলহাস (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (৮ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। জুলহাস কিশোরগঞ্জের কুলিয়ারচর থানা এলাকার মৃত রহমত আলীর ছেলে।
গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, টঙ্গীর বিসিক শিল্প এলাকায় একটি কারখানার তিনতলা থেকে নিচে নামার জন্য লিফটে উঠেন জুলহাস। এ সময় হঠাৎ লিফটের তার ছিঁড়ে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই জুলহাসের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। জুলহাস টঙ্গী এলাকায় বাসাভাড়া থেকে ওই কারখানার লোড-আনলোড শ্রমিক হিসেবে কাজ করতেন।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০