খবর২৪ঘণ্টা ডেস্ক: সারা খান৷ টেলিভিশনের প্রিয় মেয়েদের মধ্যে তিনি একজন৷ এখন তিনি মেয়ের চরিত্রে একেবারেই অভিনয় করেন না ঠিকই, তবে তিনি আজও দর্শকের বেশ ফেভারিট৷ কিন্তু সারার জেন ওয়াইয়ের ফ্যান ফোলোয়িং ধীরে ধীরে হারাতে চলেছে৷
ইনস্টাগ্রাম হোক বা ট্যুইটারে যে সব ছবি পোস্ট করতে তা দেখে কারও মাথার ঠিক থাকে না৷ বিকিন পরে লাস্যময়ী ছবি হোক বা পুরোপুরি নগ্ন হয়ে সাহসী ছবি, এছাড়া শাড়ি পরে আদর্শ ভারতীয় নারী, সব কিছুই রূপ ঠিকরে পরে তাঁর৷
এবারে তাঁর ফ্যান ফোলোয়িং কমতে শরু করেছে প্লাস্টিক সার্জারির কারণে৷ ন্যাচারাল বিউটি ছেড়ে হঠাৎই প্লাস্টিকে ঝুঁকেছেন নায়িকা৷ মাঝে সার্জারি করেছিলেন ঠিকই কিন্তু সেই সময় তাঁকে এতটা খারাপ দেখতে লাগেনি৷
এবার তিনি লিপ সার্জারি করিয়েছেন৷ যা দেখে রীতিমত চমকে উঠছে সাইবারবাসী৷ ঠোঁট ফুলে এতটাই খারাপ লাগছে তাঁকে দেখতে যে সারাকে চিনতেই পারছে না তাঁর ফ্যানেরা৷
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০