খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: রোনাল্ডোকে ছাড়াই লা লিগার ম্যাচে পালমাসের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতল রিয়াল৷ প্রতিপক্ষের মাঠে রিয়ালের বড় জয়ের কান্ডারি হলেন , বেল ও বেঞ্জেমা৷ বেলের জোড়া গোল ও বেঞ্জেমার এক গোলে ৩-০ ব্যবধানে ম্যাচ জিতে নিয়েছে জিনেদিন জিদানের দল৷ লিগে দু’টি দলের প্রথম সাক্ষাতেও একই ব্যবধানে জিতেছিল রিয়াল৷
পালমাসের ঘরের মাঠে খেলার শুরু থেকেই নিজেদের দাপট বজায় রেখেছিল রিয়াল৷ ১৪ মিনিটে বেঞ্জেমার একটি অনবদ্য শট পালমাসের গোলরক্ষক বাঁচিয়ে দেন৷ চিচিজোলার দৌলতেই ২৪ মিনিটের মাথায় আরও একটি গোল সেভ হয় রিয়ালের৷ তবে ২৬ মিনিটে মদ্রিচের বাড়িয়ে দেওয়া বল দ্রুত গতিতে জালে জড়িয়ে দেন বেল৷ ৩৯ মিনিটে লুকাস ভাসকেসকে ফাউল করায় পেনাল্টি পায় রিয়াল৷ স্পট কিকে গোল করেন রিয়ালের ফ্রেঞ্চ স্ট্রাইকার করিম বেঞ্জেমা৷ ২-০ ব্যবধানে খেলার প্রথমার্ধ শেষ হয়৷
দ্বিতীয়ার্ধের শুরুতেই ডি-বক্সে বেলকে ফাউল করেন পালমাসের এক ফুটবলার৷ ৫১ মিনিটে স্পট কিক থেকে নিজের দু’নম্বর ও দলের তিন নম্বর গোলটি করেন বেল৷ এরপর বেশ কয়েকটি সুযোগ তৈরি হলেও ব্যবধান আর বাড়াতে পারেনি রিয়াল ৷ শেষ পর্যন্ত ৩-০ পালমাসকে হারিয়ে ম্যাচ জিতে নেয় জিনেদিন জিদানের দল৷
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০