স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে লাহোর পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল।
বুধবার রাত ৮টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ত্যাগ করে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দল। স্থানীয় সময় সাড়ে ১০টায় লাহোর পৌঁছায় বাংলাদেশ দলকে বহকারী বিমান। সেখানে কড়া নিরাপত্তায় ক্রিকেটারদের বরণ করে নেওয়া হয়।
বৃহস্পতিবার লাহোরে অনুশীলন করবে বাংলাদেশ দল। শুক্রবারই তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। রবি ও সোমবার পরের দুই ম্যাচ। সবগুলো ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
২০০৮ সালের পর এই প্রথম পাকিস্তানের মাটিতে কোনো ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। দেশটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও এটিই প্রথম।
নিরাপত্তার জন্য এই সিরিজ আলোর মুখ দেখবে কিনা সেটিই ছিল প্রশ্ন। তবে সব শঙ্কা দূর করে সিরিজ এখন মাঠে গড়ানোর অপেক্ষায়। সংক্ষিপ্ত সময়ের মধ্যে টি-টোয়েন্টি সিরিজ খেলে ফিরে পরে আরো দুই ধাপে বাংলাদেশ দল পাকিস্তান সফর করবে।
দেশ ছাড়ার আগে পাকিস্তানে ভালো খেলার প্রত্যয় ব্যক্ত করেছেন ক্রিকেটাররা। নিরাপত্তা নিয়ে মনে কোনো শঙ্কা নেই উল্লেখ করে গেছেন সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুনরা। বলেছেন, আপাতত মাঠের খেলায় মন দিতে চান সবাই।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০