ময়নাতন্ত শেষে লাশ নিজ বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার অপেক্ষায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারের সামনে অপেক্ষা করছেন শোকে হতবিম্বল স্বজনরা। ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া শেষে লাশ পাবেন তারা। তারা সবাই কান্নায় ভেঙ্গে পড়ে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস বলেন, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। যত দ্রæত সম্ভব লাশ ফেরত দেওয়া হবে।
উল্লেখ্য, রাজশাহী মহানগরীর অদূরে কাটাখালীতে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ১৭ জন নিহত হয়েছেন। সংঘর্ষের পর অগ্নিকাণ্ডে এ হতাহতের ঘটনা ঘটেছে। গতকাল ২৬ মার্চ শুক্রবার দুপুর পৌনে দুইটার দিকে কাটাখালি থানার সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। ৪ টি পরিবারের ২ শিশু, ৪ জন নারী ও ৫ জন পুরুষ একটি মাইক্রোবাস
যোগে রাজশাহীর দিকে যাচ্ছিলেন মাজার দেখতে । পথে মাইক্রোবাসটি রাজশাহীর কাটাখালি থানার সামনের পৌঁছালে রাজশাহী থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের ভিতরে থাকা সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনে পুড়ে ১১ জন ঘটনাস্থলেই নিহত হয়। আহত ৮ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে আরো ৬ জনের মৃত্যু হয়। এখনো ১ জন গুরুতর অবস্থায় রয়েছে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০