আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাটোর -১ (লালপুর -বাগাতিপাড়া) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি বাগাতিপাড়া উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক ও দয়ারামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস নিজেকে ওই আসনের প্রার্থী হিসাবে ঘোষনা করেছেন।
রবিবার (১৯ মার্চ) সন্ধায় মোটরসাইকেল শোভাযাত্রা শেষে ওয়ালিয়া ট্রাফিক মোড়ে এক সংবাদ সম্মেলনে তিনি তার প্রার্থীতা ঘোষনা করেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, এ আসনে সবাই একজন আদর্শ ও যোগ্য প্রার্থী চায়। সেই হিসাবে তিনি নিজেকে যোগ্য প্রার্থী হিসাবে তুলে ধরে জানান, দল তাকে মনোনয়ন দিলে আগামী দিনে লালপুর-বাগাতিপাড়াকে আধুনিক,ডিজিটাল ও স্মার্ট উপজেলা হিসাবে গড়ে তুলবেন।
এর আগে কয়েক'শ মোটরসাইকেল ও ট্রাক নিয়ে উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে শোভাযাত্রা করে এলাকায় তার প্রার্থীতার জানান দেন।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০