লালপুর (নাটোর) প্রতিনিধি: লালপুরে পদ্মায় নৌকাডুবির ঘটনায় ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি নিখোঁজ দুই কৃষকের। অপরদিকে নদীতে প্রবল শ্রোতের কারণে উদ্ধার কাজ বিঘিœত হওয়ায় সোমবার দুপুরের পর উদ্ধার অভিযান বন্ধ ঘোষণা করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিখোঁজ কৃষকদের উদ্ধারে দ্বিতীয় দিনের মতো সোমবার ভোরে আবারো অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে নদীতে প্রবল শ্রোত থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে জানান লালপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুহুল আমিন। এদিকে নিখোঁজ স্বজনদের না পাওয়ায় তাদের পরিবারে চলছে শোকের মাতম।
উল্লেখ্য রবিবার বিকেলে উপজেলার লক্ষীপুর বালু ঘাট এলাকায় পদ্মা নদীর চরের জমিতে চিনা বাদাম তুলে ফেরার পথে নৌকা ডুবে নিখোঁজরা উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের আতব্বরের ছেলে সেলিম ও ছইমুদ্দিনের ছেলে পুকিন নিখোঁজ হয়।
নিখোঁজরা উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের আতব্বরের ছেলে সেলিম ও ছইমুদ্দিনের ছেলে পুকিন। লালপুর ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে গিযয় উদ্ধার কাজ শুরু করে। পরে রাজশাহী থেকে ডুবুরীর আরো একটি দল তাদের সাথে যোগ দেয়।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০