লালপুর (নাটোর) প্রতিনিধিঃ মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় নাটোরের লালপুর উপজেলার গোপালপুর-বনপাড়া প্রধান সড়কের ওয়ালিয়া সিপাই পাড়া নামক স্থানে নিয়ন্ত্রন হারিয়ে একটি সবুজ সিএনজি সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লাগলে ওই সিএনজিতে থাকা সাগর আহম্মেদ (৩২) নামের এক যুবক নিহত হয়েছে। এঘটনায় এক স্কুল ছাত্রীহ অপর তিনজন যাত্রী আহত হয়েছেন।
নিহত সাগর আহম্মেদ উপজেলার শীবপুর খান পাড়া গ্রামের মৃত রমজান খানের ছেলে।
স্থানীয় ও পত্যাক্ষদশী সূত্রে জানাগেছে, মঙ্গলবার সন্ধার দিকে একটি সবুজ সিএনজি গোপালপুর থেকে বনপাড়া যাওয়ার পথে উক্ত স্থানে পৌছালে তার সামনে থাকা একটি ট্রাক ব্রেক কসলে সিএনজিটি নিয়ন্ত্র হারিয়ে সড়কের পাশ্বের একটি গছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় ঐ সিএনজিতে থাকা অপর চারজন যাত্রী গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালপুর হাসপাতালে নিলে চিকিৎসক সাগর আহম্মেদকে মৃত ঘোষনা করেন। আহতরা হলেন উপজেলার গোপালপুর এলাকার নুরুল ইসলামের মেয়ে ও নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুলের ৯ম শ্রেণীর ছাত্রী লোপা খাতুন (১৫), মহিসাখোলা গ্রামের আক্কাস আলীর স্ত্রী হাসিনা বেগম (৫২) ও তার ছেলে হাসান (৩৫)। এদের মধ্যে লোপাকে আশংকা জনক অবস্থায় রাজশাহী মেডিকেলে এবং বাকিরা লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০