লালপুরে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে আহত ৩ - খবর ২৪ ঘণ্টা
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৮:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৭, ২০২১, ৭:৩২ পি.এম
লালপুরে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে আহত ৩
আজ রবিবার বিকেল সাড়ে ৫ টার দিকে নাটোরের লালপুরে সিএনজি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে উভয় যানের তিন জন আহত হয়েছে। আহতরা হলো মোটরসাইকেল চালক উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে রুহুল আমিন (৪০), সিএনজি যাত্রী সাতপুকুরিয়া গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম (৫০) এবং সিএনজি চালক শিবপুর খানপাড়া গ্রামের শাহনেওয়াজের ছেলে জিল্লুর রহমান (৫০)।
জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার লালপুর - গোপালপুর সড়কের শিমুলতলা নামক স্থানে ওই দুই যানের মুখোমুখি সংঘর্ষ ঘটলে ওই তিন জন মারাত্বকভাবে আহত হয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে রুহুল আমিন ও আমিনুল ইসলামের অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০