লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ভেজাল গুড় তৈরীর কারখানায় অভিযান ১৪.৬৪ মেট্রিক টন ভেজাল গুড় ও বিপুল পরিমান ভেজাল গুড় তৈরীর মালামাল জব্দ করেছে র্যাব। পরে ভ্রাম্যমান আদালতের নির্দেশে জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়।
র্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) এএসপি এসএম জামিল আহমেদ জানান, শুক্রবার রাতে লালপুর উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিয়া আফরিন এর নেতৃত্বে র্যাবের একটি দল উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের মোস্তফার (৬০)
ভেজাল গুড় তৈরীর কারখানায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে ১৪ হাজার ছয় শত ৪০ কেজি অর্থাৎ ১৪.৬৪ মেট্রিকটন ভেজাল গুড়, ৩০ কেজি কাপড়ের রং, ৩৯ কেজি ফিটকারী, চার কেজি ডালডা ও পাঁচ কেজি হাইড্রোজ জব্দ করে। ভেজাল গুড় তৈরী ও সংরক্ষণ করার অপরাধে কারখানা মালিক মোস্তফাকে দেড় লক্ষ টাকা জরিমানা ও জব্দকৃত মালামাল ধ্বংস করার নির্দেশ দেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিয়া আফরিন এর ভ্রাম্যমান আদলত।
খবর ২৪ঘণ্টা/ জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০