লালপুর (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের লালপুর উপজেলার মহিষাখোলা গ্রামে ইদ্রিস আলী (৫০) নামের এক ব্যক্তির সাপের কামড়ে মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার কদিমচিলান ইউনিয়নের দাঁইডপাড়া গ্রামের লাল চাঁদ এর ছেলে এবং মহিষাখোলা গ্রামের ময়েজ উদ্দিনের ঘর জামাই।
নিহতের পারিবারিক সূত্রে জানাযায়, প্রতিদিনের ন্যায় কাঁচা ঘরের মধ্যে একটি চৌকিতে ঘুমিয়ে ছিলেন ইদ্রিস আলী। সোমবার রাত ১২টার দিকে ঘুমন্ত অবস্থায় তার পায়ে বিষধর সাপ দংশন করে। পরিবারের লোকজন রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০