লালপুর প্রতিনিধিঃ নাটোরের লালপুরে তিন মাসের শিশু সন্তানকে আগুন থেকে রক্ষা করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মা সালমা খাতুন (২০) রোববার (২৮ জানুয়ারি) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিহত সালমা খাতুন উপজেলার বুধপাড়া গ্রামের আবুল কালামের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (২১ জানুয়ারি) সকালে ৩ মাসের শিশু সন্তানকে কোলে নিয়ে শীত নিবারনের জন্য আগুন পোহাতে থাকে গৃহবধূ সালমা। এক পর্যায়ে শিশু আগুনে পড়তে গেলে সন্তানকে বাচাতে গিয়ে গৃহবধূ সালমা নিজেই অগ্নিদগ্ধ হয়। তবে সন্তান অক্ষত থাকে। সালমাকে গুরুতর আহতাবস্থায় প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে গত বুধবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে তার মৃত্যু হয়।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০