লালপুরে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার - খবর ২৪ ঘণ্টা
প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৮, ২০২৫, ৩:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৬, ২০২২, ১১:৩৫ এ.এম
লালপুরে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার
নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের সাধুপাড়া গ্রামের নুরউদ্দিনের আম বাগান থেকে ইশা খাতুন (৪) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে লালপুর থানা পুলিশ। মঙ্গলবার (১৫ মার্চ) উপজেলার ওই গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ইশা ওই গ্রামের ইলিয়াস আলীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকে ইশাকে খুঁজে পাচ্ছিলেন না ইলিয়াস ও তার আত্মীয়-স্বজনরা। ইলিয়াস সামাজিক যোগাযোগ মাধ্যমেও মেয়ের নিখোঁজ সম্পর্কিত একটি পোস্ট করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে মঙ্গলবার দুপুরে ওই গ্রামের নুরুদ্দিন এর আমবাগানের পানিশূন্য ডোবা থেকে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। কে বা কাহারা ইশা কে শ্বাসরোধ করে হত্যা করে বস্তার ভিতর ভরে ফেলে রেখে গেছে বলে ধারনা করা হচ্ছে। খবর পেয়ে লালপুর থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রস্তুত করছে।
এবিষয়ে লালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হবে। হত্যার সাথে জড়িতদের শনাক্তের জোর প্রচেষ্টা অব্যাহত আছে এবং এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিএ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০