নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলা পৌরসভার ৪ টি পাকা রাস্তা উদ্বোধন করা হয়েছে। প্রায় ৪ কিলো রাস্তার ৪ কোটি ২২ লক্ষ টাকা ব্যয়ে (আইইউআইডিপি-২) IUIDP-2 প্রকল্পাধীন বাস্তবায়নে লালপুরের গোপালপুর পৌর সভার চকনাজিরপুর মোড় থেকে খলিশাডাঙ্গা ব্রীজ ১ কিলো, গোপালপুর রেল গেট থেকে পচাঁ ব্রীজ পর্যন্ত ৭.৫০ কিলো, বিজয়পুর চান্দুর বাড়ি থেকে মধ্যেপাড়া মোড় পর্যন্ত ৭.৮০ কিলো, নারায়নপুর রেলগেট হতে কেশবপুর ব্রীজ পর্যন্ত ১১৩২ কিলো রাস্তাসমূহের নির্মান কাজের উদ্বোধন করেন নাটোর-১ লালপুর
বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। লালপুরের গোপালপুর পৌর সভার মেয়র নজরুল ইসলামের সভাপতিত্বে রাস্তা পাকাকরণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী, জেলা পরিষদ মেম্বার বাবুল আক্তার, উপজেলা আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম, মহিলা আওয়ামী লীগের সভাপতি কাজী আসিয়া জয়নুল বেনু, সাবেক সংসদ সদস্য শহীদ মমতাজ উদ্দিন ছেলে শামিম আহমেদ সাগর সহ বিভিন্ন স্তরের আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০