লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্প (ওজওউচ-২) এর আওতায় ৬৪ লক্ষ ২৯ হাজার ৭শত ২৪ টাকা ব্যয়ে উপজেলার টিটিয়া-মহেশ্বর (আর এন্ড এইচ হাজী মোড়) গোপালপুর-রাজাপুর (ভায়া কালুর মোড়) ১১৫০ মি. দৈর্ঘের রাস্তা নির্মানে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
বর্তমানে নির্মানাধীন উক্ত রাস্তা গুলোর মান নিয়ে এলাকাবাসির নানা অভিযোগের ভিত্তিতে স্থানীয় এক সাংবাদিক তথ্য সংগ্রহের
জন্য রাস্তাটি পরিদর্শনে গেলে ৬নং দুয়াররিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রুহুল আমিনের তোপের মুখে পড়েন ওই সাংবাদিক ও তার সহযোগী। ওই সময় সাংবাদিকের ব্যবহৃত মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নেয় ঠিকাদার জাহাঙ্গীর হোসেন এবং সভাপতি রুহুল আমিন তাদের ভয় ভীতি প্রর্দশন করে সাংবাদিকের সহযোগীর মুঠোফোনের সংগ্রহকৃত তথ্য মুছে ফেলেন।
রাস্তাটি নিয়ে গ্রামবাসির সঙ্গে কথা বললে আব্বাস নামের একজন জানান,রাস্তায় প্রয়োজনীয় ভরাট ও খোয়া ব্যাবহার করা হচ্ছেনা। যাও হচ্ছে তা খুবই
নিম্ন মানের। এ বিষয়ে কাজে নিয়োজিত কর্মীদের বললে তাকেও রুহুল আমিনের রোষানলে পড়তে হয় ।
আব্দুল কাদের শেখ জানান, রাস্তা শুরুর পূর্বেই এই গ্রামের নিরীহ মানুষদের নিকট থেকে প্রকল্প বাস্তবায়নের কথা বলে স্থানীয় একটি বিদ্যালয়ের কর্মচারী ও তার সহযোগি প্রভাবশালী মহল ৫০ হাজার টাকা চাঁদা আদায় করেছে।
মহেশ্বর গ্রামের লোকমান হোসেন ও ইদ্রিস আলী বলেন,“ দেখতেই তো পাচ্ছেন কোন জায়গায় খুয়া আছে আবার কোন জায়গায় নাই, স্থানীয় কিছু লোক রাস্তা কিইন্না লইছে কিচ্ছু কওনের উপায় নাই।”
এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম লাভলু জানান, জনগণের রাস্তা নিয়ে কোন প্রকার অনিয়ম, দুনীর্তি ও অর্থ
বাণিজ্য করতে দেয়া হবে না। সেই সাথে সঠিক ভাবে রাস্তটির কাজ সম্পন্ন করতে হবে।
উক্ত রাস্তাটির ব্যাপারে ঠিকাদার জাহাঙ্গীর হোসেনের সাথে কথা বললে তিনি অনিয়ম অস্বীকার করে জানান, “নিয়ম অনুযায়ীই রাস্তা হচ্ছে। তবে স্থানীয় ওই সাংবাদিকের সাথে দুয়ারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রুহুল আমিনের বাক-বিতন্ডার কথা স্বীকার করেন তিনি।
তবে রহুল আমিন বাকবিতন্ডার কথা অস্বীকার করে বলেন, আমি সরকারী উন্নয়ন কাজ যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে ব্যাপারে সাংবাদিকের সাথে কথা বলেছি। কোন হুমকি বা বাক বিতন্ডার মত কিছু হয় নি। উল্লেখ্য গত ০৩ ফেব্রয়ারি স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ আবুল কালাম আজাদ রাস্তা নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০