নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে মোটর সাইকেলের ধাক্কায় রমেজ আলী (৬২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সে উপজেলার আট্টিকা গ্রামের তছির উদ্দিনের ছেলে। রবিবার রাতে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের বেরিলাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
দুড়দুড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান জানান, রবিবার রাত ৯টার দিকে বেরিলঅবাড়ী ব্রীজের কাছে রাস্তার এক পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন রমেজ আলী। এ সময় একজন মোটর সাইকেল চালক মোটর সাইকেল দিয়ে তাকে ধাক্কা মেরে দ্রুত গতিতে পালিয়ে যায়।
এ ঘটনায় সে মারাত্মকভাবে আহত হয়ে রাস্তার উপর লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
খবর২৪ঘন্টা/বিআ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০