লালপুর প্রতিনিধিঃ শনিবার রাতে নাটোরের লালপুর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও মাদকসহ বিভিন্ন মামলায় পাঁচ জনকে আটক করেছে লালপুর থানা পুলিশ।
লালপুর থানা সূত্রে জানা যায়, এসআই মেজবাউল হকের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার শ্রীরামগাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১শ ৫০ পিস ইয়াবাসহ কুক্ষ্যাত ইয়াবা ব্যাবসায়ী মামুনর রশিদ মুন্নিকে (৩২) আটক করে। সে উপজেলার কুজিপুকুর সরদার পাড়া গ্রামের মৃত আজমল হকের ছেলে। অপর দিকে উপজেলার নাবিরপাড়া গ্রামে অভিযান চালিয়ে জাকির হোসেনের ছেলে সাজাপ্রাপ্ত আসামি মেহেদী হাসানকে আটক করা হয়েছে। এদিকে উপজেলার আব্দুলপুর তদন্ত কেন্দ্রের এসআই আলিফ হোসেন জানান, রাতে উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের দীঘাাড়া এলাকায় অভিযান চালিয়ে এক পুরিয়া হেরোইনসহ ওই গ্রামের সাজেদুর রহমান (৪২) কে আটক করা হয়। এ সময় মিঠুন (২৮) নামের অপর এক ব্যাক্তি পালিয়ে যায়।
এছাড়া এক কাপড় ব্যাবসায়ীর নগদ ২৩ হাজার টাকা ও কাপড় ছিনতায়ের মামলায় আব্দুলপুর এলাকা থেকে চংধুপইল ইউপি’র চৌকিদার ফরিদ উদ্দিন(২৫) ও রানা (৩২) নামের দুই ব্যাক্তিকে আটক করা হয়েছে। ফরিদ উদ্দিন গোসাইপুর গ্রামের মৃত মজিবর রহমানের এবং রানা ধননজয়পাড়া গ্রামের জমসেদ আলীর ছেলে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জুয়েল আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০