লালপু(নাটোর) প্রতিনিধিঃ নাটোরের লালপুরে মোস্তাক বিশ্বাস নামের এক ভেজাল গুড় ব্যবসায়ীকে দুই লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সে উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের জমির উদ্দিন বিশ্বাসের ছেলে। মঙ্গলবার সকালে লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট
শাম্মী আক্তার এর ভ্রাম্যমান আদালত এ জরিমানা করেন। এ সময় ১৫ হাজার কেজি ভেজাল গুড় সহ গুড় তৈরির মালামাল জব্দ করা হয়।
র্যাব -৫ এর নাটোর সিপিসি-২ এর
কোম্পানী কমান্ডার এএসপি রাজিবুল আহসান এর নেতৃত্বে র্যাবর একটি দল উপজেলার বালিতিতা ইসলামপুর এলাকার অভিযান চালায়। অভিযানে ১৫ হাজার কেজি ভেজাল গুড়, ৫ কেজি ফিটকারি,২০ কেজি ময়দা,৩ লিটার রং ৩১৬ টি গুড় রাখার টিন ও ২০০ বস্তা চিনি জব্দ কেরা হয়। এ সময় ভেজল গুড় তৈরি ও সংরক্ষনের দায়ে মোস্তাক বিশ্বাসকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে তাকে দুই লক্ষ টাকা জরিমানা করে আদালত। জব্দকৃত মালামাল ধ্বংস করা হয় এবং চিনি নিলামে বিক্রি করার জন্য সংরক্ষন করা হয়।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০