নাটোরের লালপুরে ভেজাল গুড় তৈরির দায়ে রবিউল ইসলাম (৬০) নামের এক ভেজাল গুড় তৈরির কারখানা মালিককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী মেজিস্ট্রেট শাম্মি আক্তার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে দন্ড ও জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি ওই এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিসি-২ নাটোর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দিনের নের্তৃত্বে র্যাবের একটি দল শুক্রবার দুপুরে উপজেলার পুরাতন ঈশ্বরদীর ইয়ারপোর্ট মোড়স্থ সর্দার মার্কেট এলাকার একটি ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে ১২ হাজার কেজি ভেজাল গুড়, ১০ কেজি সাদা আটা, ১২ কেজি ফিটকিরি, ৯০০ কেজি চিনি সহ গুড় তৈরির নানা
সরঞ্জাম জব্দ করা হয় ও কারখানার মালিক রবিউল ইসলামকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ এক লাখ টাকা জরিমানা করেন। আদলতের নির্দেশে জব্দকৃত চিনি নিলামে ৫০ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয়। যা সরকারী কোষাগারে জমা করা হয় এবং বাকি আলামত ধ্বংস করা হয়।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০