লালপুর প্রতিনিধিঃ বুধবার (২রা মে) নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কুজিপুকুর গ্রামের একটি ভুট্টার ক্ষেত থেকে এক সন্তানের জননী রিপা খাতুন (২১) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে লালপুর থানা পুলিশ। সে কুজিপুকুর চরপাড়া গ্রামের সাজেদুল ইসলামের স্ত্রী।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রিপা খাতুন সকালে গ্রাম সংলগ্ন মাঠে লিজ নিয়ে আবাদকৃত তাদের জমি দেখতে যান। তারপর আর ফিরে আসেননি। দুপুর গড়িয়ে গেলেও তিনি যখন বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে বেলা ৩ টার দিকে নিজের ভুট্টার ক্ষেতে তার লাশ দেখতে পায় লোকজন। খবর পেয়ে লালপুর থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণ করে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জুয়েল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, প্রাথমিক তদন্তে রিপাকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় হত্যা মামলার প্রস্ততি চলছিল।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০