নাটোর প্রতিনিধি: “শেখ হাসিনার দিন বদলে সমাজসেবা এগিয়ে চলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে ২০১৯-২০অর্থ বছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় প্রতিবন্ধী, বয়স্ক ও বিধবা ভাতাভোগী নির্বাচনের জন্য উন্মুক্ত যাচাই-বাছাই কার্যক্রম সম্পূর্ণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলার গোপালপুর পৌরসভা সহ সকল ইউনিয়নের এ বাছাই কার্যক্রম সম্পূর্ণ করা হয়েছে। আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে ভাতাভোগীদের ভাতা বহি এবং ভাতা প্রদান করা হবে। ঈশ্বরদী ইউনিয়নে শেষ বাছাই কার্যক্রম অনুষ্ঠানে এসব কথা জানান উপজেলা সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে ঈশ্বরদী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি। অন্যান্যের মধ্যে ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, ঈশ্বরদী ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক পিংকু সহ সকল ইউপি সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০