নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কাশিমপুর এলাকায় আমড়া গাছের ডাল কাটাকে কেন্দ্র করে পারিবারিক কলহের জের ধরে বড় ভাইয়ের ইটের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। লালপুর থানা পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছে বড় ভাইকে আটক করেছে।
লালপুর থানা সূত্রে জানাযায়, বৃহস্পতিবার সকালে লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কাশিমপুর এলাকায় আমড়া গাছের ডাল কাটাকে কেন্দ্র করে মৃত আহম্মেদ আলীর বড় ছেলে দুলাল ও মেজ ছেলে রাজ্জাকের মধ্যে ঝগড়া হয়। সেই ঘটনার জের ধরে বেলা ১১ টার দিকে কাশিমপুর বাজার এলাকায় মেজ ভাই রাজ্জাকের পক্ষে কথা বলায় ছোট ভাই নিজামের উপর বড় ভাই দুলাল চড়াও হয়। তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে বড় ভাই দুলাল (৫০) ইট দিয়ে ছোট ভাই নিজাম (৩৫) কে মাথার বাম পাশে আঘাত করে। ইটের আঘাতে নিজাম মাটিতে ঢলে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে যাওয়ার পথে নিজাম মারা যায়। ঘটনার সংবাদ পেয়ে লালপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) ফজলুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছে বড় ভাই দুলাল কে আটক করেন।
লালপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো: সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জের ধরে বড় ভাই দুলালের ইটের আঘাতে ছোট ভাই নিজাম মৃত্যু হয়েছে। তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছে বড় ভাই দুলাল কে আটক করা হয়েছে। এ ঘটানায় মামলার প্রস্তুতি চলছে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০