নাটোরের লালপুরে বাসের চাপায় মোটরসাইকেলে থাকা একই পরিবারের পিতা,পুত্র ও নাতির সহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার লালপুর - গোপালপুর সড়কের ডেবরপাড়া নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো --উপজেলার বিরোপাড়া গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে শহিদুল ইসলাম (৬০),তার ছেলে সোহাগ (২৭)ও সোহাগের ছেলে ইভান (৫)।
স্থাণীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৩ টার দিকে কাজিপাড়া গ্রামে ওই তিনজন একটি দাওয়াত খেয়ে মোটরসাইকেল নিয়ে বিরোপাড়া গ্রামে বাড়ি ফিরছিলেন। পথে লালপুর-গোপালপুর সড়কের ডেবরপাড়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা জি এম ট্রাভেল কোম্পানির (রাজ মেট্রো ব-১১-০১৩৫) নামের ঘাতক বাসটি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে সোহাগ এবং ইভান ঘটনাস্থলে মৃতবরণ করেন এবং শহিদুল ইসলাম হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।
খবর পেয়ে পুলিশ ও লালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দুঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ ঘাতক বাসটিকে আটক করলেও বাসের চালক কৌশলে পালিয়ে যায়।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুজ্জামান বলেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ বিষয়ে আইনগত ব্যাবস্থা নেয়া হচ্ছে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০